কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়
KACHALONG GIRLS' SCHOOL

ঠিকানাঃ উপজেলা সদর, ডাকঘর: বাঘাইছড়ি,উপজেলা: বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

বিদ্যালয় কোডঃ 0401051301, EIIN: 107678,

প্রধান শিক্ষকের বাণী

ভদ্র সেন চাকমা

আজ থেকে ৩০(ত্রিশ) বছর আগে ০১/০১/১৯৯৩খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা সদরে ৭০৩ বর্গমাইলবিশিষ্ট সমগ্র বাঘাইছডির একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান "কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়" স্থাপিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন এলাকার জাতি ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষ ঐকান্তিক আগ্রহ, সহযোগিতা ও তৎপরতা যেমনি ছিলো বিদ্যালয়টির প্রশাসনিক অনুমোদন এবং এমপিওভুক্তকরণেও প্রশাসনিক সকল স্তরের সহযোগিতা ঠিক তেমনিই ছিলো। সেকারণে খুব স্বল্প সময়ের মধ্যে বিদ্যালয়টির পূর্নাঙ্গ প্রশাসনিক অনুমোদন ও এমপিওভুক্তি লাভ করে। এব্যাপারে শ্রদ্ধেয় উদ্যোক্তাগণ, জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাপ্রশাসনের সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গর্ব করে বলতে পারি যে, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়টির একাডেমিক যাত্রা যখন থেকে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে এলাকার নারী ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা ঠিক তখন থেকেই সংযুক্ত হয়েছে। পাশাপাশি বাঘাইছড়ির শিল্প-সংস্কৃতি চর্চা তখন থেকেই দুয়ার খুলে গেছে। নারী শিক্ষায় উৎসাহ ও অগ্রগতির ধারাবাহিকতা আজো তেমনিভাবে অব্যাহত রয়েছে।

উপজেলার সিংহভাগ জনপদ ভৌগোলিকভাবে বিস্তীর্ণ দুর্গম পাহাড় পর্বতে পরিপূর্ণ হলেও স্থানীয় পশ্চাৎপদ আর্থ-সামাজিক জীবন মান অপেক্ষা কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় তার শিক্ষার গুণগত অবস্থান সবসময় ধরে রাখতে সক্ষম হয়েছে। এজন্য সর্বস্তরের অংশীজন তথা অভিভাবকমন্ডলী, এলাকার শুভানুধ্যায়ী, বিদ্যালয়ের অতীত ও বর্তমান ম্যানেজিং কমিটি এবং আমার সার্বক্ষণিক নিবেদিত সহযোগী হিসেবে প্রিয় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের অমূল্য অবদানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে প্রথম থেকেই আপনাদের সকলের যে ঐকান্তিক সহযোগিতা নিয়ে এলাকার নারী শিক্ষার অগ্রযাত্রার লাগাম ধরে রাখতে পেরেছি আগামীতেও আপনাদের তেমন সহায়তা নিয়ে বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির গতিময়তা ধরে রাখার প্রতি সর্বান্তকরণে সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

সকলের মঙ্গল কামনায়।

(ভদ্র সেন চাকমা)