কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়
KACHALONG GIRLS' SCHOOL

ঠিকানাঃ উপজেলা সদর, ডাকঘর: বাঘাইছড়ি,উপজেলা: বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

বিদ্যালয় কোডঃ 0401051301, EIIN: 107678,

সভাপতির বাণী

মো: আলী হোসেন

সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অপরে শিখন সঞ্চালন মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রধান গুন। কেবল দৈহিক শক্তি সামর্থ্যের তারতম্যের কারণে কখন থেকে পুরুষরা নারীদের উপর কর্তৃত্বের অধিকার প্রতিষ্ঠা করেছিলো সেটি বোধহয় কেউ জানেনা। আর কিছু দৈহিক-মনস্তাত্বিক- সামাজিক বৈশিষ্ট্যের কারণে নারীরা কখন থেকে যে পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া শুরু করেছে সেটির হিসাবও কেউ দিতে পারবেনা। যাই হোক নারী-পুরুষের পবিত্র সহ-সম্পর্কের মাধ্যমেই যে মানব জাতির বিস্তার লাভ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধি এবং সভ্যতার ক্রম:বিকাশ সেটি প্রতিটি মানব সন্তান জানে। ঠিক সেভাবে নারী পুরুষের সমন্বিত ও সমান্তরাল অগ্রগতি সাধিত না হলে কোন জনপদে কাংখিত মাত্রায় মানবসভ্যতা পরিপূর্ণ হতে পারেনা।

বাঘাছডি, উপজেলা ১৯৬০ সালে কান্তাই বাঁধে ক্ষতিগ্রস্থ সংক্ষুদ্ধ জনগোষ্ঠীর একটি পুনর্বাসিত জনপদ। এর পূর্বনাম ছিলো 'কাচালং রিজার্ভ (সরকার কর্তৃক সংরক্ষিত বনভূমি)। পূর্বপুরুষের বসতভিটা কাপ্তাই বাঁধে জলনিমগ্ন হওয়ার পরও প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল্য অনুধাবন করবার যোগ্যতা সর্বস্বান্ত উদ্ভাস্ত জনগোষ্ঠীর আদি থেকেই অর্জিত ছিলো। সে কারণে কাচালং রিজার্ভে নতুনভাবে পুনর্বাসনের সাথে সাথে এ এলাকার লোকজন বিভিন্ন পাড়া গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে ভূলে যায়নি। তার সুফলও পেয়েছে কাংখিত মাত্রায়। কিন্তু সেটি ছিলো অনেকটা একপাক্ষিক; পুরুষকেন্দ্রিক অগ্রাধিকার। সমান্তরাল নারীশিক্ষার গুরুত্ব তখনো সেভাবে উপলদ্ধিতে প্রভাব ফেলতে পারেনি, বিধায় স্বতন্ত্র নারী শিক্ষার সুযোগ প্রতিষ্ঠা করবার প্রবণতা তখন তীব্রতা পায়নি।

বিগত ০৬ নভেম্বর ১৯৯২খ্রি: বাঘাইছডি উপজেলার সর্বপ্রথম বৃহদাকারের ব্রীজ "কাচালংগ্রীজ" উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন তৎকালীন মাননীয় যোগাযোগমন্ত্রী লেঃকর্ণেল(অবঃ) জনাব অলি আহম্মদ(বীরবিক্রম)। উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের নেতৃবৃন্দের একান্তিক দাবীর পরিপ্রেক্ষিতে মাননীয় যোগাযোগমন্ত্রী এবং তৎকালীন রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু পারিজাত কুসুম চাকমার পৃষ্ঠপোষকতায় উপজেলা সদরে বাঘাইছডির একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান "কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়"টি প্রতিষ্ঠা করা হয়। তৎপরবর্তী সকল দলমতের উর্ধ্বে থেকে সার্বিক উন্নয়ন অব্যাহত রেখে বিদ্যালয়ের অগ্রযাত্রা বর্তমানে এতদূর এসে পৌঁছেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি একাডেমিক, সাংস্কৃতিক ও নারী ক্রীড়াঙ্গনে অভুতপূর্ব সাফল্য অর্জন করে চলেছে। বিগত ৩০ বছর ধরে সে সাফল্যের গতি এখনো অগ্রসরমান। কখনো পশ্চাৎমুখী মোড় নেয়নি। মানসম্মত শিক্ষার পরিবেশ ও এর অনুকূল কার্যক্রম এলাকায় সর্বজন স্বীকৃত।

প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এ বিদ্যালয়ের একজন শুভানুধ্যায়ী অংশীজন। পদ্ধতিগত ধারাবাহিকতায় আমি এখন এ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয়ের ক্রমাগত অগ্রসরতার জন্য আমি নিবেদিত শিক্ষক, কর্মচারী এবং উন্নয়ন সহযোগী সকল কর্তৃপক্ষের প্রতি অকুন্ঠ প্রীতি, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপনকরছি।

পরিশেষে, বিদ্যালয়ের লক্ষিত সাফল্য সমগ্র দেশ ও বৈশ্বিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ুক আমি সে কামনা করছি।

সকলের জন্য অজস্র শুভ কামনা।

মো: আলী হোসেন